“সড়ক নভেল” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বিদেশী সাহিত্যে পিকারেস্ক বলে উপন্যাসের একটি শাখা আছে, যেখানে নায়ক সড়ক পথে (জলপথেও) দীর্ঘ ভ্রমণকালে নানা অভিজ্ঞতা সঞ্চয় করে । ইংরেজিতে এই ধরনের উপন্যাসের মধ্যে হেনরি ফিল্ডিং-এর টম জোনস্ এবং মার্ক টোয়েন-এর অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন’র। দৃষ্টান্ত দেওয়া যায় । স্প্যানিশ ভাষায় সারভেন্তেসের ডন কুইক হিতােও এই শ্রেণীর উপন্যাস বলে বিবেচিত। হাসনাত আবদুল হাই পিকারেস্ক উপন্যাসের কথা স্মরণ রেখে লিখেছেন তার সাম্প্রতিকতম বই সড়ক নভেল, যেখানে। নায়ক ট্রাক ড্রাইভার মজিদ সড়ক পথে যাওয়া-আসা করে। নিয়মিত । তার সহকারী হেলপার জব্বর সাঙ্কো পাঞ্জার মতাে একই ভূমিকায় না হলেও সঙ্গী হিসেবে তার দায়িত্ব পালন। করে হাসি মুখে । আসা-যাওয়ার পথে ট্রাক ড্রাইভার মজিদের একবার যে অভিজ্ঞতা হয় তা অভূতপূর্ব এর প্রভাব সুদূরপ্রসারী হয় তার নিজের এবং আরাে কয়েকজনের জীবনে । নিম্নবিত্ত মানুষের জীবনের একটি বিশেষ পটভূমির। চিত্র আঁকা হয়েছে এই উপন্যাসে এমনভাবে- যেখানে রয়েছে গতি, আপাতবিচ্ছিন্ন ঘটনার সমন্বয়, চরিত্রের বৈচিত্র্য এবং কাহিনীর চমকপ্রদ পরিণতি। উপন্যাসের ‘সড়ক’ শেষ পর্যন্ত আক্ষরিক অর্থে বস্তুগ্রাহ্য না হয়ে দেখা দেয় জীবনের প্রতিরূপ হিসেবে।