“যেতে যেতে বহুদূর” বইয়ের ফ্ল্যাপের লেখা:
যেতে যেতে বহুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রন্থকারের ভ্রমণ-পূর্ব অভিঙ্গতার কৌতূহল উদ্দীপন বর্ণনা । পথ চলতে গিয়ে আশেপাশে যা-কিছু দেখেছেন তার সরস বর্ণনা দিয়ে পাঠকদেরকে গ্রন্থকার যেন ভ্রমণসঙ্গী করে নিয়েছেন। ভ্রমণ-পূর্ব প্রস্তুতি-পর্বে গ্রন্থকার হাল্কাভাবে এমন কিছু দৃশ্যের বর্ণনা করেছেন, যা আমদের জীবনে বাস্তবে ঘটে। যেতে যেতে বহুদূর-এর দোহা-পর্বে যাত্রাবিরতির কয়েক ঘণ্টায় যে আনন্দঘন বর্ণনা তিনি দিয়েছেন, তাতে দোহার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কেও পাঠকের ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের নাতি-সমৃদ্ধ ভ্রমণসাহিত্যে যেতে যেতে বহুদূর এক উল্লেখযােগ্য সংযােজন হবে, এই প্রত্যাশা আছে।