“ছড়ার ঘুড়ি উড়োউড়ি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ছড়ায় সার্বিক অর্থেই একটি ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। শিশু-কিশোরদের জন্য লিখিত ছড়ায় শিশুমনের অভিব্যক্তি এবং আগ্রহ গভীরভাবে দেখা যায়। শিশু-কিশোররা পছন্দ করে সেইসব ছড়া, যেসব ছড়ায় তারা নিজেদের মনের কথা খুঁজে পায়। একালের শিশুকিশোররা জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তির নানা অভিজ্ঞতায় বড় হয়ে উঠলেও সাহিত্যের ভাণ্ডার থেকে মধুর রস আহরণ করতে তাদের অনীহা নেই। তাদের হাতে তুলে দিতে হবে সেইসব লেখালেখি, যা থেকে তারা চকোলেট আইসক্রিমের চেয়েও মজা করে স্বাদ নেবে। শাহাবুদ্দীন নাগরীর ছড়ার ঘুড়ি উড়োউড়ি। তেমনই একটি ছড়ার বই, যা অবশ্যই। শিশুদের মনের খোরাক মেটাবে, শিশুকিশোরদের মজার মজার ছড়ার প্রতি আগ্রহী করে তুলবে।