“মাংসাশী” বইয়ের ফ্ল্যাপের লেখা:
আগে বাঘ রােজ রাতে শিকারে বেরুতাে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী খেয়ে তৃপ্ত ক্লান্ত বাঘিনীর সাথে শুতাে। অতি উপাদেয় ছিল ঘাই হরিণীর মাংশ আর রক্ত বুনাে মােষ শিকারে আনন্দ ছিল।
যদিও মােষের মাংশ খেতে খুব শক্ত। মােষ শিকারের মজা ছিল মােষের বাধায় । বাঘে ও মহিষে হতাে তুমুল লড়াই শেষে মােষ বাঘের ক্ষুধার্ত পেটে যায়। যেসব নির্বোধ প্রাণী বিনাযুদ্ধে করে আত্মসমর্পণ। তাদের ভক্ষণে নেই মজা, খেতে লাগে প্রচুর লবণ।
এখন বার্ধক্যে বাঘ হয়ে গেছে কাবু। শিকারে বেরােনাে বন্ধ খায় পরিত্যক্ত পশু যেন জুরাক্রান্ত রােগী আহার্য হয়েছে বার্লি কিম্বা সাবু। চোখের কটাক্ষ হেনে হেটে যায় যুবতী হরিণী। জিহ্বায় জমেছে লালা কিন্তু দেহে নেই বল নিস্ফল চাহনি। শিকারেরা ঘােরে আশেপাশে বাঘ ভাবে যৌবনের অতিক্রান্ত দিন সুপ্ত দীর্ঘশ্বাসে।