ফ্ল্যাপে খেলা কিছু কথা
যতীন সরকার একালের অগ্রণী চিন্তাবিদ-একথা নির্দ্বিধায় বলা যায়।তিনি সেই বিরল প্রাবন্ধিকদের অন্যতম যাঁর রচনা সমমনাদের উদ্দীপিত করে, ভিন্নমতাবলম্বীদের চিন্তার খোরাক যোগায়। সাহিত্যের কীর্তিমান অধ্যাপক হলেও তাঁর লেখালেখি শুধু সাহিত্যে সীমাবন্ধ থাকেন নি।সংস্কৃতি, সমাজ, ইতিহাস, রাজনীতি, দর্শন ও ধর্মের বিস্তুত জগতেও তাঁর অবাধ বিচরণ। গত পাঁচ দশকে তাঁর রচনা এদেশের সমাজ-রাজনীতির গুরুত্বপুর্ণ ভাষ্যে পরিণত হয়েছে। চিন্তার স্পষ্টতায়, বিশ্লেষণের তীক্ষ্ণতায়, বক্তব্যের ঋজুতায় ও জীবনদর্শনের বলিষ্ঠতায় তাঁর প্রবন্ধ হয়ে উঠেছে বাংলা প্রবন্ধসাহিত্যের অমূল্য সম্পদ।বিভিন্ন বইয়ে এবং পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর মূল্যবান রচনাসমূহ পাঠকের কাছে সহজলভ্য করে তোলার প্রয়াসে যতীন সরকারের রচনাসমগ্র প্রকাশের এই উদ্যোগ। বিভিন্ন খণ্ডে প্রকাশিতব্য এই রচনাসমগ্রে একজন যক্তিবাদী ও শক্তিশালী লেখকের পরিচয় যেমন পাওয়া যাবে, তেমনি অর্জিত হবে উচ্চমানের সাহিত্য আস্বাদের অভিজ্ঞতাও। যতীন সরকারের রচনাসমগ্র নিঃসন্দেহে বাংলা সাহিত্যে স্বরণীয় সংযোজন।
সূচিপত্র
*সাহিত্যের কাছে প্রত্যাশা
*বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য
*সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার
*ধর্মতন্ত্রী মৌলবাদের ভূথ ভবিষ্যৎ
*ধনতন্ত্রের অনিবার্য সংকট ও আমাদের মহান্ বিজয়
*আদর্শ শিক্ষকের জন্য প্রত্যাশা
*আমার শহর ময়মনসিংহ শ্রুতিতে স্মৃতিতে সত্তায়