“বঙ্গবন্ধুর জীবনকথা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাঙালির জাতীয় ইতিহাসের মহানায়কের নাম, অবধারিতভাবেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জনক। আধুনিক রাষ্ট্রকাঠামােয় বাঙালির জাতিসত্তার গৌরবগাথা রচিত হয়েছে তাঁরই অকুতােভয় নেতৃত্বে। এই মহান মানুষটির জীবনকাহিনি এক সংগ্রামমুখর জীবনেরই আলেখ্য। সাধারণ মধ্যবিত্ত এক বাঙালি পরিবারের সন্তান শেখ মুজিব বাংলার মানুষের হৃদয়ের প্রাণপ্রদীপের আলােয় নিজেকে আলােকিত করে হয়ে উঠেছিলেন বাংলার অবিসংবাদী জননেতা। কোনাে জাদুর কাঠির ছোঁয়ায় চোখের পলকে এ গৌরব তিনি অর্জন করেন নি। বাংলাদেশের আপামর জনগণের জীবনসম্পৃক্ত চাওয়া পাওয়ার সঙ্গে নিজেকে নিঃশেষে একাত্ম করতে পেরেছিলেন বলেই বাংলার মানুষের ভালােবাসা পেয়েছিলেন তিনি। তাই তিনি বঙ্গবন্ধু। তাঁর জীবনালেখ্য, ‘বঙ্গবন্ধুর জীবনকথা’, শুধু একজন মানুষের একক সংগ্রামের কাহিনি নয়, এ হচ্ছে বাংলার মানুষের জাতীয় জীবনের গৌরবদীপ্ত অভিযাত্রার কাহিনি।