বইয়ের ফ্ল্যাপের লেখা
ইন্টারনেটের এই যুগে বর্তমানে জনপ্রিয় দুটি সামাজিক সাইট হচ্ছে ফেসবুক ও টুইটার। ফেসবুক ও টুইটারে অনেক বিষয় নিয়ে লেখালেখি হয়, ছবি আপলােড হয়। নিজের জীবনের অনেক কিছুই এখন মানুষ অন্যকে জানায়। অনেক ব্যাপারেই খুব একটা রাখঢাক নেই নিজের কথা ও অবস্থানগত বিষয়গুলাে প্রকাশ করে মানুষ। যেমন তৃপ্ত, তেমনি নানা রকম মতামত ও মতবাদ তুলে ধরে অনেকেই মানুষকে তৃপ্ত করছেন, তথ্য দিয়ে সকলকে সমৃদ্ধ করছেন। ফেসবুকের বদৌলতে ‘ফেসবুক ফ্রেন্ড’ এবং টুইটারের ফলে টুইটার ফলােয়ার’ নামের দুটি নতুন সম্পর্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। ফেসবুক ও টুইটার নিয়ে ছােট বড় সকলের উপযােগী কিছুটা মজা ও তথ্য নির্ভর ছড়ার এই বইটি এখন সময়ের চাহিদা।