“শিশুর মনোজগৎ শিশুর সৃজনশীল বেড়ে ওঠা” বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:
এ শুধু কথার কথা নয় যে, শিশুরাই দেশের ভবিষ্যৎ, দেশের কাণ্ডারি । কথাটা আমাদের মতাে দেশের ক্ষেত্রে আরও বেশি প্রযােজ্য। ফলে শিশুর সুস্থ, সবল, সুন্দরভাবে বেড়ে ওঠার দিকে রাষ্ট্র, সমাজ ও শিশুর পরিবার-সংশ্লিষ্ট অভিভাবকদের গভীরভাবে নজর দেওয়ার ব্যাপারটি অনস্বীকার্য। তাঁদের স্বাভাবিক দায়িত্বেরও অংশ। ফলে শিশুর বাড়বাড়ন্তের ব্যাপারে অবহেলা করা মানে শুধু শিশুটিকেই অবহেলা করা। নয়, দেশের ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দেওয়ার শালিল। ঘটনা। দেশ-বিদিত অধ্যাপক ডা. মােহিত কামাল ‘শিশুর মনােজগৎ শিশুর সৃজনশীল বেড়ে ওঠা বইয়ের মাধ্যমে অনুপুঙ্খভাবে। তুলে ধরেছেন শিশুর জন্মের পর থেকে প্রতি পদক্ষেপে তার বেড়ে ওঠার ব্যাপারে মা-বাবা ও অভিভাবকেরা কীভাবে তাদের দায়িত্ব পালন করবেন, তার কথা । শিশুর শুধু দৈহিকভাবে নয়, মানসিকভাবেও সুস্থ, সবল ও সুন্দরভাবে বেড়ে ওঠার ব্যাপারে এ বইয়ে যে বৈজ্ঞানিক বিশ্লেষণ লেখক পেশ করেছেন, তা প্রতিটি মা-বাবা ও শিশুর অভিভাবকের মেনে চলা অবশ্য কর্তব্য। সেই বিচারে এ বই হােক তাঁদের সকল সময়ের সঙ্গী।