“পার্বত্য চট্টগ্রাম : শান্তি প্রক্রিয়া ও পরিবেশ পরিস্থিতির মূল্যায়ন” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
পার্বত্য চট্টগ্রাম : শান্তি প্রক্রিয়া ও পরিবেশপরিস্থিতির মূল্যায়ন গ্রন্থটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একটি প্রামাণ্য গ্রন্থ। অতীতের তুলনায় গত চার বছর ধরে পার্বত্য চট্টগ্রাম বিষয়টি বেশি আলােচিত। এ বিষয়ে, বিভিন্ন সেমিনার বা আলােচনা সভায় প্রদত্ত বক্তব্য ও পত্রিকায় লেখার কারণে, মেজর জেনারেল ইবরাহিম পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একজন বিশেষজ্ঞ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি হিসেবে সুপরিচিত। এ পুস্তকে তার অভিজ্ঞতালব্ধ বিশেষায়িত বর্ণনা ও মূল্যায়ন স্থান পেয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বাংলা ভাষায় বেশ কয়েকটি গ্রন্থ আছে। কিন্তু মৌলিক গবেষণা বা প্রাইমারি রিসার্চ-এর ফলশ্রুতিতে লেখা পুস্তক কম। পার্বত্য চট্টগ্রামের বিগত ৩০ বছরের ইতিহাসে অন্যতম ঘটনাবহুল ও গুরুত্বপূর্ণ সময়ে লেখক পার্বত্য চট্টগ্রামে চাকরি করার সুবাদে তাঁর বক্তব্য অত্যন্ত নির্ভরশীল ও তথ্যবহুল। একজন পেশাদার সামরিক কর্মকর্তা হওয়ার কারণে জেনারেল ইবরাহিমের পক্ষে সেনাবাহিনী ও শান্তিবাহিনীর কর্মকাণ্ডের প্রেক্ষিত-বর্ণনা ও মূল্যায়ন সহজ ও আকর্ষণীয় হয়েছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাবহুল ইতিহাসের বহু অজানা তথ্য, খণ্ডচিত্র ও মূল্যায়ন এ পুস্তকে স্থান পেয়েছে। পুস্তকের রচনাশৈলীতে কোনাে কোনাে ক্ষেত্রে স্মৃতিচারণের ধারা এবং বলার ভঙ্গিতে প্রথম পুরুষের ব্যবহার থাকলেও সেটি পাঠকের মনােযােগকে বিচ্যুত করে না। মেজর জেনারেল ইবরাহিমের লেখা প্রথম বই সেনাবাহিনীর অভ্যন্তরে আটাশ বছর পাঠকপ্রিয় হয়েছে। ঐটির মত বর্তমান পুস্তকটিও পাঠকের নিকট শুধু প্রিয় নয় বরঞ্চ প্রয়ােজনীয় হয়ে উঠবে বলে আশা করা যায়। হংকং থেকে প্রকাশিত আন্তর্জাতিক সাপ্তাহিকী ফার ইস্টার্ন ইকনমিক রিভিউ-এর ২৩ মার্চ ১৯৮৯ সংখ্যার আবরণী পৃষ্ঠাটি হুবহু এ পুস্তকের প্রচ্ছদে ছাপা হয়েছে।