“ডানপিটে ডাবলু” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
মায়ের মৃত্যুর তিন মাস পর ডাবলুর বাবা একদিন মাঝরাতে ওকে ডেকে তুলে বললেন, এটা হচ্ছে। তাের নতুন মা।। সামনে দাঁড়ানাে মেয়েটাকে দেখে মাথাটা নিচু করে ফেলে ডাবলু, ভীষণ কষ্ট পায় সে। ভীষণ সমস্যাও। তার চেয়েও বড় একটা সমস্যা হচ্ছে-স্কুলে নতুন আর একটা স্যার আসছেন। স্যারটা আসছেন তাদের দুষ্টুমি বন্ধ করার জন্য, সবধরনের আনন্দ বন্ধ করার জন্য। চিন্তায় ওরা অস্থির হয়ে যায়। যদিও এর আগে এরকম তিনটা স্যার এসেছিলেন। স্কুলে। তাদেরকে বিভিন্ন অদ্ভুত উপায়ে তাড়ানাে। হয়েছিল স্কুল থেকে। চিন্তা হচ্ছে-নতুন যে স্যারটা আসছেন, তাকে কীভাবে তাড়ানাে হবে। ডাবলদের ক্লাস সিক্সে এরই মধ্যে নতুন একটা ছাত্র এসে ভর্তি হয়, সে আবার পাঁচ ফুটের চেয়ে বেশি লম্বা, বয়সও ওদের চেয়ে বেশি। অদ্ভুত সেই ছেলেটার নাম সম্রাট। কথা বলার সময় মুখ। দিয়ে লালা পড়ে তার, কথাও বলে বাচ্চাদের মতাে। কিন্তু সে আসার পর অনেক কিছু বদলে যায় স্কুলে। দিলু নামে যে মাস্তান ছেলেটা আছে। তাকে একদিন প্যাদানি দেয় সম্রাট, ডাবলুরাও অনেক কিছু করতে পারে না ওর জন্য। অথচ ডাবলুদের সঙ্গে সম্রাটের খুব ভাল সম্পর্ক। কিছুই বুঝতে পারে না ডাবলুরা। সব কিছু কেমন। যেন হয়ে যায়। কিন্তু ওরা জানে না—শেষ পর্যন্ত ওদের জন্য কী অপেক্ষা করছে। অবাক করা। কিছু, অদ্ভুত রকমের কিছু!