ফ্ল্যাপে লেখা কিছু কথা
কথাশিল্পী আল মাহমুদ উপন্যাস রচনা শুরু করেন তাঁর কবিখ্যাতির মধ্যবয়সে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খল অবস্থার মধ্যে ‘গণকণ্ঠ’ নামক একটি দৈনিকের সম্পাদক হিসেবে তিনি কিছু ছোটগল্প লিখে সৃজনশীল গদ্য রচনার সূচনা করেন। তার ‘পানকৌড়ির রক্ত’ বইটি প্রকাশিত হলে তিনি কথাশিল্পী হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। কবি জসিম উদ্দীনের মতো বয়োবৃদ্ধ প্রবীণ কবিরাও তখন আল মাহমুদকে গদ্য রচনার জন্য চিঠি লিখে উৎসাহ দিয়েছিলেন। আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাচীন মুসলিম পরিবারে ১১ জুলাই ১৯৩৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। স্কুলের সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে থাকতেই তাঁর লেখালেখি শুরু। ‘৪৭-এর বিভাগ পরবর্তীকালে কলকাতায় সত্যযুগ পত্রিকায় একটি গল্প দিয়ে তাঁর সাহিত্যজীবন আরম্ভ। ১৯৫৬-এ এসে কলকাতায় প্রায় সবগুলো খ্যাতিমান পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশ পেতে থাকে। স্বাভাবিক কবিখ্যাতির প্রলোভন তিনি সবকিছু ছেড়ে কবিতা রচনার দিকেই অধিক মনোযোগ দিলেও তাঁর গদ্য লেখার স্বতঃস্ফূর্ত ক্ষমতার কথা সবসময়ই তাঁর বন্ধু সমালোচকগণ তাঁকে স্বরণ করিয়ে দিয়েছে।
সূচিপত্র
*মরু মুষিকের উপত্যকা
*মহানবী হযরত মুহাম্মদ (সা.)
*পাখির কাছে ফুলের কাছে
*একটি পাখি লেজ ঝোলা