“ব্যাংকিং সংস্কার ও ব্যবস্থাপনা”বইটির প্রথম ফ্লাপের কিছু কথা:
ব্যাংকিং বা বৃহত্তর অর্থে আর্থিক খাতের বিরাজমান সমস্যাগুলাে আমাদের কমবেশি বিচলিতও করে। তবে সেটা হয় মাইক্রো লেভেলে। বৃহত্তর প্রেক্ষিত থেকে। বিষয়টাকে আমরা কমই দেখি। যদিও সমস্যার সমাধান বা সংকটমােচনের জন্য সেটা খুবই জরুরি। বিষয়বিশেষজ্ঞরা এ-বিষয়ে তাঁদের নিজস্ব চৌহদ্দিতে যে-সব আলােচান বা মতবিনিময় করেন স্বাভাবিকভাবেই তা । সাধারণের ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। এ পটভূমিতে হাতে-গােনা যে-কয়েকজন বিশেষজ্ঞ এদেশে সংবাদপত্রের পাতায় সাধারণ পাঠকের উপযােগী করে। ব্যাংকিং তথা আর্থিক খাতের সমস্যা ও সংস্কারের মতাে গুরুত্বপূর্ণ কিন্তু জটিল বিষয়ে লেখালেখি ও মত প্রকাশ করে আসছেন খন্দোকার ইব্রাহিম খালেদ তাদের অন্যতম। জনাব ইব্রাহিম খালেদ আমাদের দেশের একজন প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যাংকার। পেশাগত দায়িত্ব পালনের অতিরিক্ত তিনি দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে গবেষণা ও চিন্তাচর্চা করে আসছেন। আর্থিক খাত সংস্কারের উদ্দেশ্যে এ যাবত গৃহীত নানা সরকারি বা । প্রাতিষ্ঠানিক উদ্যোগের সঙ্গেও তিনি জড়িত ছিলেন ও আছেন। সেদিক থেকে ব্যাংকিং তথা আর্থিক খাত সম্পর্কে তাঁর মতামতসমূহ এমনিতেই বিশেষ মনােযােগ দাবি করে। বর্তমান প্রবন্ধ-পুস্তকটি তাঁর সে-রকম কিছু মূল্যবান প্রবন্ধ বা মতামতের সংকলন। প্রাক-স্বাধীনতা। আমল থেকে তাঁর দীর্ঘ ব্যাংকার জীবনের কিছু তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতার কথাও লিপিবদ্ধ হয়েছে গ্রন্থভুক্ত কয়েকটি প্রবন্ধে। ইতিপূর্বে সংবাদপত্রে প্রকাশের সময়ই এ-লেখাগুলাে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। একজন মুক্তচিন্তার স্পষ্টবাদী মানুষ হিসেবে তাঁকে সর্বমহলে পরিচিত করে তােলে। অর্থনীতি ছাড়াও সন্ত্রাস, নৈতিকতা, ঐতিহ্য-সচেতনতা ইত্যাদি বিষয়েও কয়েকটি রচনায় তিনি মত ব্যক্ত করেছেন। যা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁর পরিচয়কেই পাঠকের কাছে আরও উজ্জ্বল করে তুলবে।