“মুকুন্দ দাসের দেশগান” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বঙ্গভঙ্গ তথা স্বদেশী আন্দোলনের বাংলাদেশ, আমাদের স্বাধীনতা ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। স্বদেশী যুগের অমর কবি স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরােধা বাংলা মায়ের দামাল ছেলে চারণ কবি মুকুন্দ দাস সেই ইতিহাসের এক উজ্জ্বল নাম। স্বাধীনতা আন্দোলনে সেকালের যে কোনাে জননেতার মতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চারণকবি মুকুন্দ দাস। সারা বাংলার হাটে-মাঠে-ঘাটে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে তাঁর অগ্নিঝরা কণ্ঠ-নিসৃত দেশগান। সেই গানের সুরে কম্পিত-প্রকম্পিত হতাে বাংলার আকাশ বাতাস। শুধুমাত্র কতিপয় শিক্ষিত মানুষের জন্যই নয়, সবার পিছে সবার নিচে যে সর্বহারার দল তাদের মাঝে বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়িয়েছেন তিনি ক্ষ্যাপা বাউলের মতাে। সুপ্ত জাতির ঘুমের ঘাের ভেঙে শক্তি আর সাহস যুগিয়েছেন তাদেরকে রক্তাক্ত সংগ্রামের সম্মুখীন হবার। সেই পরাধীন বাংলায় মুকুন্দই এনে ছিলেন জাগরণের জোয়ার।