“জীবনী চতুষ্টয়” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জীবনী চতুষ্টয় নামে প্রমাণ করে, এতে চার জন মনীষীর জীবনকথা বর্ণিত হয়েছে। এঁরা হলেন শেখ আবদুস সােবহান, নওশের আলী খান। ইউসফজী, মােহাম্মদ রওশন আলী চৌধুরী ও একরামুদ্দীন আহমদ। শেখ আবদুস সােবহান ঢাকার বিক্রমপুরের, নওশের আলী খান ইউসফজী টাঙ্গাইলের চারান গ্রামের, মােহাম্মদ রওশন আলী চৌধুরী ফরিদপুরের পাংশার এবং একরামুদ্দীন। আহমদ বর্ধমানের কুলিয়া গ্রামের অধিবাসী ছিলেন। তাঁদের সকলের জন্ম উনিশ শতকের দ্বিতীয় ভাগে; বিশ শতকের প্রথম ভাগে তাঁরা জীবিত ছিলেন। তাঁরা সেকালে বাংলার মুসলিম সমাজের নবজাগরণের স্থপতি হিসেবে কাজ করেন। চার জন মনীষীর জীবন ও কর্ম সম্পর্কে আলােচনা পুস্তক বাংলা একাডেমীর গ্রন্থ-সিরিজে পৃথকভাবে পূর্বে প্রকাশিত হয়। পাঠকের সুবিধার্থে চার জনের জীবনকথা ও সাহিত্যকর্ম একত্রে প্রকাশিত হল। সামান্য নতুন তথ্য যা পাওয়া গেছে, এ সংস্করণে তা সংযােজিত হল।