“আপনার ডাক্তার মেডিকেল প্রেসক্রিপশন এ টু জেড” বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সাধারণের আগ্রহ সবসময়েই বেশি। সে কারণে ১৯৯৩ সালে রােগ বালাই নিয়ে ডা. সজল আশফাকের ‘মেডিকেল প্রেসক্রিপশন’ নামে একটি বই প্রকাশিত হয়। পরবর্তীতে ২০০৩ সালে পাঠকের আগ্রহ বিবেচনা করে ‘মেডিকেল প্রেসক্রিপশন এ টু জেড’ পরিবর্ধিত সংস্করণ হিসাবে প্রকাশিত হয়। এবার একই বিষয় পরিমার্জিত আকারে কিছু সংযােজন-বিয়ােজন এবং সংশােধন করে প্রকাশ করা হয়েছে এই বইটিতে। প্রথম প্রকাশিত বইটিতে সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক বি. চৌধুরী অনুগ্রহ করে মুখবন্ধ লিখে দিয়েছিলেন। তিনি বিটিভিতে ‘আপনার ডাক্তার’ নামে একটা অনুষ্ঠান করতেন। তারই প্রভাবে দৈনিক জনকণ্ঠে দেশের প্রথম স্বাস্থ্য পাতার নাম রাখা হয় ‘আপনার ডাক্তার’। যেটি দীর্ঘ প্রথম ১৬বছর ডা. সজল আশফাক সম্পাদনার দায়িত্বে ছিলেন। এবার তার ই সূত্রধরে এই বইটির নাম রাখা হলাে ‘আপনার ডাক্তার’। সমসাময়িক বিষয় সমৃদ্ধ বইটি পাঠকদের কাজে আসবে। রােগ সম্পর্কে সচেতন করবে এবং সময়মত চিকিৎসকের পরামর্শ নিতে সাহায্য করবে।