“দ্য প্রিন্স” বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
নিকোলাে ম্যাকায়াভেলি ‘দ্য প্রিন্স’ গ্রন্থটি রচনা শুরু করেন ১৫১৩ সালে। কিন্তু অপ্রকাশিত হিসেবে পাণ্ডুলিপিকারে তা পড়ে থাকে দীর্ঘ উনিশ বছর। তার মৃত্যর পাঁচ বছর পর এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। ম্যাকায়াভেলি যখন গ্রন্থটি রচনা শুরু করেন, তখন ইতালীর আশ-পাশের অন্যান্য রাজ্যগুলাের ভেতর চলছে অন্তদ্বন্দ্ব, নৃশংসতা, চরম বিশৃংখলা এবং ক্ষমতা দখল করার হীন চক্রান্ত। অন্যদিকে একের পর এক বিদেশী শক্তি ইতালীর ওপর আধিপত্য বিস্তার করতে থাকে। | এই গ্রন্থটি ম্যাকায়াভেলি ইতালীর শাসক লরেঞ্জো দ্য মেডিসিকে উদ্দেশ্য করে রচনা করেন। তৎকালিন রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ম্যাকায়াভেলি, এই গ্রন্থের মাধ্যমে লরেঞ্জে দ্য মেডিসিকে কিছু উপদেশ এবং রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেবার চেষ্টা করেছিলেন। কিন্তু মেডিসি ম্যাকায়াভেলির উপদেশ কিংবা নির্দেশকে মােটেও আমলে আনার চেষ্টা করেননি। সত্যভাষণ এবং বিতর্কিত কিছু বিষয়ের অবতারণা করার কারণে, অনৈতিক এবং শয়তানের প্রলাপ বলে স্বার্থান্বেষী মহল ম্যাকায়াভেলির গ্রন্থে উল্লেখিত তথ্যগুলােকে বর্জন করেন। একই সাথে, শয়তানের উপাসক হিসেবে তাকে বর্জনের সিদ্ধান্ত গ্রহণ। করে স্বার্থান্বেষী মহল। গ্রন্থটির বাংলা অনুবাদ প্রকাশ করার জন্য প্যাপিরাস’-এর প্রকাশককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।