“ড. জেকিল ও মি. হাইড” বইটি সম্পর্কে কিছু কথাঃ
রবার্ট লুই স্টিভেনসনের কোনও লেখা পড়েনি এমন সচেতন কিশাের-পাঠক পৃথিবীতে বিরল। কিছু কিছু লেখক আছেন যাদের রচনা প্রসাদগুণে এমনই অভিনব, এমনই মৌলিক, এমনই স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত যে আমরা লেখকের নাম ভুলে গিয়ে মনে রাখি শুধু তাদের লেখার কথা। তাঁদের সৃষ্ট চরিত্রের কথা। স্টিভেনসন সেই বিরল গােত্রের একজন শক্তিমান লেখক। তিনি ট্রেজার আইল্যান্ডের স্রষ্টা। ট্রেজার আইল্যান্ডের লং জন সিলভার কিংবা জিমের অবিস্মরণীয় কাহিনীর স্বাদ থেকে বঞ্চিত এমন হতভাগ্য কিশাের খুঁজে পাওয়া যাবে।
স্টিভেনসনের আরেকটি অবিস্মরণীয় কীর্তি ড. জেকিল ও মি. হাইড-এর কাহিনী। অভূতপূর্ব কল্পনাশক্তি, ঘটনার নাটকীয়তা, চরিত্র নির্মাণের উজ্জ্বলতা সর্বোপরি বিস্ময়কর রকমের এমন মৌলিক কাহিনী সৃজনশীল লেখকদের হাতে খুব কমই রচিত হয়েছে।
এই গল্পের লােভনীয় গল্প, চমৎকার আঁটসাঁট বাঁধুনি এবং স্টিভেনসনের জাদুকরি ভাষা ও অসাধারণ বক্তব্য পাঠকদের আচ্ছন্ন করে রেখেছে যুগের পর যুগ। এই গল্পে ভালাে ও মন্দের সংঘাত দেখানাে হয়েছে। সেই সংঘাতে ভালাে ও মন্দের মধ্যে কে জয়লাভ করেছে সে প্রশ্ন তােমাদের কাছে।