আকাশ বাড়িয়ে দাও

৳ 100.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847027700442
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৭২
সংস্কার Reprinted, 2016
দেশ বাংলাদেশ

“আকাশ বাড়িয়ে দাও”বইটির প্রথমের কিছু অংশ:
আমিনের ঘরটা বেশ বড়। সামনে পিছনে বারান্দা, তার চারদিকে খােলা ছাদ। ছাদে ওঠার সিঁড়ির দরজাটা বন্ধ করে দিলে গােটা পৃথিবী থেকে এ ঘরটি আলাদা হয়ে যায়। আমিনের আব্বা দোতলাটি শেষ করে ভাড়া দেবেন ঠিক করেছিলেন। দেশ স্বাধীন হবার পর হঠাৎ করে বাজার থেকে সিমেন্ট উধাও হয়ে যাওয়ায় আর সেটি করতে পারছেন না। কাজেই সমস্ত দোতলায় আমিনের একমাত্র ঘরটা সব সময় খােলামেলা। এখানে সব সময় বাতাসের হুটোপুটি, এটি সব সময় নির্জন। | এখন রাত গভীর হয়ে এসেছে-জ্যোৎস্নার ফুটফুটে আলােতে চারদিক আলােকিত। আমিনের ঘরের ভারী পর্দা টেনে দেওয়া, তাই ভিতরে অন্ধকার গুড়ি মেরে আছে। আমিনের চওড়া বিছানায় পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে বাবুল, হাতে কাঁচের গ্লাসে দেশী মদ। ঝাঁঝালাে কটু গন্ধে ঘরে টেকা দায়। নিরীহ মদের বােতলটিতে ছিপি লাগানাে—টেবিলের উপর রাখা। আমিন ইজি চেয়ারে হেলান দিয়ে পা তুলে দিয়েছে টেবিলে, বইয়ের ওপর। তার হাতের সিগারেটে লম্বা ছাই জমেছে। সিগারেটের ধোঁয়া বের হবার পথ না পেয়ে ঘরের ভিতরেই পাক খেয়ে বেড়াচ্ছে। বাবুল হাতের গ্লাসটা খালি করার পর আমিন বলল, আর খাবেন না বাবুল ভাই।
বাবুল একটু হেসে পরিষ্কার গলায় বলল, কেন? বাংলা মদ ভারি খারাপ-বমি করে কূল পাবেন না। আমার অভ্যাস আছে, বাংলা বিহারী সব খেতে পারি। হখেতে আর কি, সবাই পারে। পরে দেখবেন, মনে হবে, শরীর, জামাকাপড়, হাত-পা থেকে গন্ধ বের হচ্ছে।

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পিএইচডি ডিগ্রী অজর্নের উদ্দেশ্যে স্কলারশিপ নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি সম্পন্ন করে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। পরবর্তীতে বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ ল্যাবেও গবেষক হিসেবে যোগদান করেন। ১৯৯৪ সালে দেশে ফিরে এসে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। মুহম্মদ জাফর ইকবাল এর বই সবসময়ই এ দেশের কিশোর-কিশোরীদের কাছে বিশেষ আবেদন নিয়ে হাজির হয়েছে। কিশোর সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, বিজ্ঞান ও গণিত বিষয়ক অজস্র গ্রন্থ দিয়ে তিনি আলোকিত করে তুলেছেন এদেশের অগণিত কিশোর-কিশোরীর মনোজগত। মুহম্মদ জাফর ইকবাল এর বই সমূহ, যেমন- দীপু নাম্বার টু, আমার বন্ধু রাশেদ, আমি তপু, শান্তা পরিবার, দস্যি ক’জন ইত্যাদি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। তার বেশ কিছু গল্প পরবর্তীতে নাটক ও চলচ্চিত্র হিসেবে টিভি পর্দায় স্থান করে নিয়েছে। তিনি একজন বিশিষ্ট কলামিস্টও। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডও তাঁর ছত্রছায়ায় গড়ে উঠেছে। মুহম্মদ জাফর ইকবাল এর বই সমগ্র সকল বইপড়ুয়াকেই আকৃষ্ট করে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বহুবার পুরষ্কৃত হয়েছেন। বাংলা একাডেমি পুরষ্কার (২০০৪) এবং শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৫) সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও, কাজী মাহবুবুল্লা জেবুন্নেছা পদক (২০০২), শেলটেক সাহিত্য পদক (২০০৩), ইউরো শিশুসাহিত্য পদকসহ (২০০৪) অগণিত পুরষ্কার অর্জন করেছেন গুণী এই সাহিত্যিক।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ