ফ্ল্যাপে লেখা কিছু কথা
সকালে ঘুম থেকে উঠে মাসুকের প্রথম কাজ একটা লিস্ট করা।স্কুলে পড়া বাধ্যগত ছাত্রের মতো চেয়ার-টেবিলে বসে সে।তারপর খুব ভেবেচিন্তে লিস্টটা লেখে।তবে প্রতিবারের মতো প্রথমেই সে তার শাশুড়ির কথা লেখে।
*শাশুড়ির মাথায় কদুর তেল মালিশ করা
*বউয়ের পা টিপে দেওয়া
*শ্বশুরের ঘাড় বানিয়ে দেওয়া
*শ্যালিকার জামা-কাপড় ইন্ত্রি করে আনা
*নিমুকে অঙ্ক বুঝিয়ে দেওয়া
*সঠিক দামে সঠিকভাবে বাজার করা
*ছয়তলা বিল্ডিংয়ের সব ভাড়াটে ও ফিটিংসের খোঁজ নেওয়া
*কাজের লোকজন ঠিকমতো কাজ করছে কি-না তার তদারকি করা
*সময়মতো মোটর ছেড়ে পানির ট্যাংকে পানি তোলা
*অধিকাংশ সময় সিঁড়ি নোংরা হয়ে থাকে, সেটার প্রতি খেয়াল রাখা
আরো অনেক কাজ থাকে মাসুকের। যখন তখন টিভি দেখা যাবে না তার, চায়ে চিনি আর দুধ কম খেতে হবে, বাথরুমে পানি খরচ কম করতে হবে, খাওয়ার সময় শব্দ করা যাবে না, আরো কত কী!সব, স-ব রকমের কাজ করতে হয় তাকে।কারণ সে একজন ঘরজামাই।কোনো কথা না বলে এভাবে কাজ করে যায় মাসুক। প্রতিদিন, দিনের পর দিন।
তারপর?
*তারপর একদিন……..
*অন্যরকম একদিন!