তরুণ নাবিক এদমন্দ দান্তে। অভিযান থেকে ফিরে প্রেয়সী মের্সেদেসকে বিয়ে করার সময় তিন দুষ্ট ব্যক্তির ষড়যন্ত্রে গ্রেপ্তার হন। কোনো বিচার ছাড়াই তাকে কারাগারে কাটাতে হয় ১৪ বছর। এ সময় আরেক কয়েদি ফাদার ফারিয়ার কাছ থেকে জ্ঞান-বুদ্ধি-অর্থ-সম্পদ অর্জন করেন। একসময় জেল থেকে পালান। হয়ে ওঠেন ধনী, শক্তিশালী এবং কঠিন হৃদয়ের কাউন্ট অব্ মন্টে ক্রিস্টো। যার জীবনের একটাই লক্ষ্য, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ।