তিরিশ-উত্তর আধুনিক বাংলা কবিতার সবচেয়ে সফল ও দীপ্তিমান কবি শামসুর রাহমান। তাঁর কবিতার ব্যাপ্তি নবদিগন্ত-বিস্তারী। কবিতার নিজস্ব একটা ঘরানা তৈরি করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে গতায়ু হয়ে যাওয়া এই কবি। শামসুর রাহমানের কবিতার দুটি মহল রয়েছে- একটি সুন্দরায়ন ও অন্যটি জীবনায়ন। তাঁর কাব্যসাধনার মধ্যে দিয়ে সচেতন জীবনবোধ ও শিল্পবোধের চমৎকার সমন্বয় লক্ষ্য করা যায়। এই কবি বহুভৌমিক ও বহুবিস্তৃত জীবনকে নানামাত্রিক রূপ-রস-বর্ণ-গন্ধে করে তোলেন অভূতপূর্ব, অনুপম। কবিতায় ব্যবহৃত তাঁর শব্দপুঞ্জ প্রতিবারই নানা দ্যোতনা ও তাৎপর্য নিয়ে হাজির হয় পাঠকের সামনে। শামসুর রাহমানের কবিতা যেমন প্রতœ-স্মৃতি, স্মৃতিগাথার আখ্যান, তেমনি আশা ও ইউটোপিয়ান প্রবণতায় সমর্পিত। শামসুর রাহমানের কবিতা-মুগ্ধ অনুসন্ধিৎসু গবেষক ও কবি গাউসুর রহমান তাঁর বিশ্লেষণী সৃজনধর্মী চমকে শামসুর রাহমানের বহুবিস্তৃত কাব্যভুবনের শিল্পসৌন্দর্যমূল্য পাঠকের নজরে তুলে ধরেছেন। কবিতাপ্রেমীরা গ্রন্থটি পাঠ করে এই জনপ্রিয় কবির নানামাত্রিক কাব্যচর্চার অঙ্গনে পরিভ্রমণের সুযোগ পাবেন। শামসুর রামানের কবিতা নতুনভাবে মূল্যায়িত করতে কবিতার শামসুর রাহমান গ্রন্থটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।