বাহাদুর শাহ জাফর ঊনবিংশ শতাব্দীর ভারতীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের জীবন ছিল আড়ম্বরপূর্ণ অথচ বড়ই ট্র্যাজিক। মুঘল বংশের শেষ সম্রাট হয়েও তাঁর জীবন ছিল লালকেল্লার চৌহদ্দির ভেতর একরকম বন্দী। সারা জীবন ছিলেন ইংরেজদের কৃপা ও রোষানলের শিকার। ঐতিহাসিক সিপাহী বিপ্লবে জড়িত থাকার ফলে তিনি ট্র্যাজিক হিরোতে পরিণত হন। ৮২ বছর বয়সে বিদ্রোহী সিপাহীদের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন বাহাদুর শাহ জাফর, যার চেতনা পরবর্তী পর্যায়ে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। লালকেল্লার হালচাল, সিপাহী বিপ্লবের ব্যর্থতা, বাদশাহের লালকেল্লায় প্রহসনের বিচার, রেঙ্গুনে নির্বাসন, রেঙ্গুনে বাহাদুর শাহ জাফরের করুণাভরা গ্লানিকর শেষ দিনগুলো ও তাঁর বংশধরদের অভাব অনটনসহ অনেক অজানা কথা সুন্দরভাবে উপস্থাপন করেছেন জাফর আলম তাঁর রচিত এই গ্রন্থে। ইতিহাস অনুসন্ধিৎসু পাঠককে ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবে বাহাদুর শাহের ভূমিকা এবং তাঁর সম্পর্কে জানতে গ্রন্থটি সাহায্য করবে নিঃসন্দেহে।