মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা উত্তাল পদ্মার সম্পাদক আবু সাঈদ খান এখন সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায় মগ্ন। একদা রাজনীতিক হিসেবে দেশ-জাতি-সমাজকে তিনি যেভাবে দেখেছিলেন, বিশ্লেষণ করেছিলেন এবং বদলে দিতে চেয়েছিলেনÑ আজ জীবনের পরিণত কালপর্বে পৌঁছে একই লক্ষ্যে সমাজ-বদলের প্রভাবক হিসেবে বেছে নিয়েছেন ছোটগল্প মাধ্যমটিকে। তার গল্পগ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলাদেশের ছোটগল্পকারের তালিকায় সংযোজিত হলো আরেকটি নাম। তার গল্প পাঠককে আপ্লুত করে, ভাবায় এবং অসাম্প্রদায়িক মানবিক এক সমাজ গঠনের প্রতিজ্ঞায় উদ্বেলিত করে। বোবা পাহাড়ের কান্না আক্ষরিকভাবে এবং প্রতীকী অর্থেও আজকের বাংলাদেশের সামাজিক সংকটের দলিল। রাজনৈতিক কর্মী, সাহিত্যামোদী ও মানবাধিকারবাদী নির্বিশেষে সব তারুণ্যদীপ্ত পাঠকের জন্য আবু সাঈদ খানের গ্রন্থটি হতে পারে পাঠ-উপভোগ্য।