‘শিল্পের শক্তি, শিল্পীর দায়’ বইটির কিছু কথাঃ এই লেখাগুলোর জন্ম প্রধানত প্রশ্ন থেকে। অনেক ‘মীমাংসিত’ বিষয়েও মনের মধ্যে প্রশ্নের জন্ম হয়, আর কোনো বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হলে সেটি আর মীমাংসিত থাকে না, হয়ে ওঠে অমীমাংসিত। তখন একটা মীমাংসা খোঁজার চেষ্টা চলে, অনেকটা যেন নিজের সঙ্গে নিজে কথা বলে বিষয়গুলো সম্বন্ধে একটা সিন্ধান্তে পৌঁছানোর চেষ্টা। হয়তো সবক্ষেত্রে শেষ পর্যন্ত মীমাংসা খুঁজে পাওয়া যায় না, বা কোনো সুনির্দিষ্ট সিন্ধান্তে পৌঁছানো যায় না, তবু প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভালো লাগে, সেগুলো অনেকের কাছে পৌঁছে দিতেও ভালো লাগে। এই বইয়ের লেখাগুলো পাঠকদেরকে বিষয়গুলো সম্বন্ধে নতুন করে ভাবার জন্য কিছুটা হলেও উদ্দীপ্ত করবে এটা বলা যায়।