ফ্ল্যাপে লিখা কথা
এই কাহিনী চিত্রকর নীলের।
একটি ‘মাস্টারপিস’ আঁকাবার স্বপ্ন নিয়ে যার অহর্নিশ ফেরারী জীবন যাপন। জীবন বৃত্তের কেন্দ্রবিন্দুতে যার কেবল আর কেবল একটি মাস্টারপিস। পরিবার থেকে বিচ্ছিন্ন , আপনজন থেকে ভীষণ দূরত্বে উশৃঙ্খলতার অন্ধকারে নিজেকে সমর্পন করা এক পুরুষ নীল আহসান।
এই গল্প এক কুহকিনীরও ,নিজেকে তিলে তিলে নিঃশেষ করে ভালোবাসার পুরুষটিকে যে আগলে রাখে পরম মমতায়। সমাজ ব্যবস্থার কদর্য নিয়মগুলো যাকে পর করে দিয়েছে আপন জীবন থেকেই । অন্ধকারের আবরণে আগাগোড়া ঢাকা যায় অস্তিত্বের ছায়া।
সৃষ্টিশীল মানুষের দ্বিবিধ জীবন যাপনের এই কাহিনী এটি।গল্প নিজেকে ঘৃণা করবার। নতুন করে আপন সত্তাকে আবিষ্কার করতে গিয়ে ভেঙেচুড়ে নিজেকে নিঃশেষ হবার গল্প।
না, ভালোবাসার কাহিনী নয়। ভীষণ ভালোবাসার নারীর প্রতি এক পুরুষের সীমাহীন ঘৃণার গল্প ‘মেঘনীলা’।
যে কথা না বললেই নয় :
“মেঘলনিা” একটি নতুন শব্দ , এবং এটি আমার তৈরি কোনো শব্দ নয়। একজন ফেসবুক বন্ধু লীনা আপির ছোট্র মেয়েটির নাম মেঘলীনা। আপির ভাষায় ‘মেঘলীনা’র অর্থ মেঘের মাঝে বিলীন।
ছোট্র মেঘলীনা একদিন তরুণী হবে। তখন হয়তো আমি থাকবো না, কিন্তু এই বইটি তা হাত পর্যন্ত ঠিক ঠিক পৌঁছাবে । মেঘেলীনা জীবনের কোথাও না কোথাও আজীবন জড়িয়ে থাকবো এই আমি। ভাবতেও ভালো লাগছে।