বাঙালির স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর সেই আম্রকাননে। তারপর কত বছর গেল। বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাসে এসেছে ভারত-পাকিস্তান দেশ-ভাগ ও বায়ানেড়বার ভাষা আন্দোলন ও অবশেষে একাত্তরের মুক্তিযুদ্ধ। দীর্ঘ এই সংগ্রাম কতটা কঠিন ছিল তা সংক্ষেপে সুন্দরভাবে ধরে তোলা হয়েছে বইটিতে। এই ইতিহাস মূলত একটি জাতির জন্মের ইতিহাস?