ফ্ল্যাপে লেখা কিছু কথা
বাংলাদেশের স্বাধীনতাউত্তর -প্রজন্মের বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক ডক্টর ভীষ্মদেব চৌধুরী। রবীন্দ্র-সাহিত্য রয়েছে তাঁর বিশেষ অনুরাগ। বর্তমান গ্রন্থ সম্পাদনা ওই ভালোবাসরই ঋণ-স্বীকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা্ ভাষা ও সাহিত্যের এই কৃতী অধ্যাপক প্রবন্ধ ও গবেষণা-পুস্তক প্রণয়নের পাশাপাশি গ্ররন্থ সম্পাদনার ক্ষেত্রেও স্বনিষ্ঠ ও দায়িত্বশীল। সাহিত্যে পঠন-পাঠন ও গবেষণা তাঁর আনন্দের প্রধান উৎস।
ভীষ্মদেব চৌধুরীর উল্লেযোগ্য গ্রন্থসমূহ : জগদীশ গুপ্তের গল্প : পঙ্ক ও পঙ্কজ (১৯৮৮), মিরজা আবদুল হাই (১৯৮৯), বাংলাদেশের সাহিত্য গবেষণা ও অন্যান্য (দ্বি, সংস্করণ ২০০৪), সৈয়দ মুজতবা আলীর পত্রগুচ্ছ (সম্পা.১৯৯৩), তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস : সমাজ ও রাজনীতি (১৯৮), তারাশঙ্কর স্মারকগ্রন্থ (সম্পা.২০০১), দু-চারিটি অশ্রুজল : রবীন্দ্রগল্পের ভিন্নপাঠ(২০০৫), কথাশিল্পের কথামালা :শরৎচন্দ্র ও তারাশঙ্কর (২০০৭), নিয়তির পক্ষ-বিপক্ষ ও বিবিধ প্রবন্ধ (২০১০), সাহিত্য-সাধনায় ঢাকার নারী (২০১১)।