বাংলার ভাবান্দোলনের রূপ কী রকম? বাংলার ভাবান্দোলন হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান-বাঙালি-অবাঙালির ঊর্ধ্বে ওঠে মানুষ হওয়ার আন্দোলন। ধর্ম-বর্ণ-গোত্র-শ্রেণী নির্বিশেষ মানুষের সকল প্রকার বৈষম্য-ভেদাভেদ-জাতপাতের বিরুদ্ধে ‘নিচু’ জাতের যে প্রতিবাদ-সংগ্রাম, তাকে ডাকনামে সমাজতন্ত্র বা ইসলাম যাই বলি না কেন, সেই প্রতিবাদ-লড়াইয়ের নামই হলো বাংলার ভাবান্দোলন। বাংলার ভাবচর্চায় ইসলাম আছে, কিন্তু তা আরবের ইসলাম নয়, বাংলার ইসলাম। বাংলার ভাবান্দোলনে মার্কসবাদ আছে, কিন্তু তা চীন-রাশিয়া বা পাশ্চাত্যের ‘মার্কসবাদ’ নয়, সেটি বাংলার মার্কসবাদ। এই ভাবচর্চার আলোকে বাংলার স্বজ্ঞান আন্দোলনের প্রথমে সূচনা হয়েছিল মধ্যযুগে ষোল শতকে। নদিয়ায়, শ্রীচৈতন্যের ভাবান্দোলনের মাধ্যমে। শূদ্র যখন বেদবাক্য শুনেছে তখন তার কানে গরম সীসা ঢেলে দেওয়া হয়েছে সেই ইতিহাস অতিক্রমণের কাজ সুলতানি আমলে এই বাংলায়-ই শুরু হয়েছিল আমরা তা জানি।