এই গ্রন্থে সংকলিত হয়েছে গত চারশ বছরে নারী বিষয়ে লিখিত নির্বাচিত শ্রেষ্ঠ রচনাসমূহ। নারীর জীবন ও বাস্তবতা, সংকট ও সংগ্রাম, শোষণ-বঞ্চনা-বৈষম্য, মনোশারীরিক গঠন, পুরুষতন্ত্র, দেশে দেশে নারী অধিকার আন্দোলন, নারীর অগ্রগতি ইত্যাদি বিচিত্র বিষয়ে আলোচনা রয়েছে বইটিতে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে নারী অগ্রগতির নানা অভিজ্ঞতার সারসংক্ষেপ রয়েছে অনূদিত রচনাগুলোতে। দুই বাংলার বিশিষ্ট চিন্তাবিদদের লেখাগুলোতে নারীর পশ্চাৎপদতা থেকে মুক্তিঅন্বেষণার তাগিদ রয়েছে। সভ্যতার ক্রমবিকাশের নানা স্তরে নারীর অবস্থান এবং সমাজ বদলের ক্ষেত্রে তাদের ভূমিকার অনুসন্ধান রয়েছে অনেক রচনায়। নারী অধ্যয়নের একটি প্রয়োজনীয় বই।