ফ্ল্যাপে লেখা কিছু কথা
কী আশ্চর্য! ছেলেরা জীবন দিয়ে দেশ স্বাধীন করল। এখন একটু রেইপ-টেইপ, ফুর্তি-টুর্তিও করতে পারবে না? এইসব কখন করবে-বয়স আশি হলে/ নেতার ধমকে থানাদার ছেড়ে দেন ১৬ ডিসেম্বরের পর গজিয়ে উঠা মুক্তিযোদ্ধাদের। নেতাদের দুর্বিনীত পুরুষ আত্মীস্বজনেরা ধরেই নিয়েছে পরিত্যক্ত বাড়ি তাদের, ঠিকাদারি তাদের, ব্যাংকের টাকা তাদের, আপনার ঘরের সুন্দরী মেয়েটিও তাদের। হেলেনের সম্ভ্রমহানির ঘটনাটির সত্য নয় কিন্তু এই ছেলেরা যে তাকে ধরে নিয়ে গিয়েছল একদেড় ঘন্টার এই ছোট্ট অংশটুকু মুছতে পারেনি তার জীবন থেকে। কারাবাগান সেকেন্ড লেনের এই মিষ্টি মেয়ে হেলেন আপনার চেনা না হয়ে পারে না। সময় ও সংসার তাকে ঐশ্বর্যের পথ দেখিয়েছে। কর্মক্ষেত্রে সেন্ট্রাল সার্ভিসের এক কর্মকর্তা সম্ভোগের শিকার হয়েছে, সংসারে কম প্রতারিত হয়নি। হেলেন তারপরও এগিয়েছে। ট্রয় নগরীতে লেলিহান অগ্নিশিক্ষা জ্বালিয়ে নয়, যেটুকু প্রজ্জ্বলন তার নিজের ভেতরেই। আন্দালিব রাশদীর পাঠক জানেন নগরজীবনের এই উপন্যাসটি হাতে নিলে শেষ না করে ওঠতে পারবেন না।