ফ্ল্যাপে লিখা কথা
মাতৃভূমির প্রতি মানুষের একটা আবেগ থাকবে এটাই স্বাভাবিক। এমন আবেগ থেকেই বায়ান্নর ভাষা আন্দোলনে, উনসত্তুরের গণঅভ্যুত্থানে এবং একাত্তুরের মুক্তিযুদ্ধে দেশের জন্য শহীদ হয়েছে অগণিত মহৎ প্রাণ। এই শহীদদের পবিত্র রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন বাংলাদেশ। একই সাথে ভালো লাগার এমন আবেগ ম্লান হয়ে যায় ট্র্যান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট দেখে আমাদের দেশ বিশ্বের সবচেয়ে দূর্নীতিগ্রন্থ দেশ হিসেবে স্থান পেয়েছে একাধিক বার। এই ভালো এবং মন্দ দুটো দিকই সত্য। এই সংকটের একটি সম্ভাব্য সমাধান দর্শনের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।