‘চার অধ্যায়’ পড়ে সে-সময়ের বিপ্লবীরা খুশি হননি। সরকার এ বই নিষিদ্ধ করবে, এ ভয় রবীন্দ্রনাথের ছিল না। ভয় ছিল, দেশের লোকেরাই আপত্তি করবে। এ বইয়ে প্রথমে রবীন্দ্রনাথ ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের কথা বলেছিলেন। পরের সংস্করণে তা বাদ দেয়া হয়। কেন ? উপাধ্যায়ের কথা কি অতীনের মধ্য দিয়ে বলা হয়েছে ? রবীন্দ্রনাথের ধারণায় দেশপ্রেম সাধনার বিষয়।
শান্তনু কায়সার
জন্ম ১৯৫০-এর ৩০ ডিসেম্বর, চাঁদপুর জেলায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। কবিতা, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ, অনুবাদ, শিশুসাহিত্য ও সম্পাদনা মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ঊনচল্লিশ। আরও : ‘সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথ : না নিন্দা, না স্তুতি, না দূষণ’।