ফ্ল্যাপে লেখা কিছু কথা
এসে গেল প্রাণের ফাগুন আরেকটি বছর ঘুরে। আবার এলো বর্ণামালার খেলা, প্রাণের দোলা নিয়ে। গত ফাগুনে প্রকাশিত হয়েছিল আমার প্রথম কাব্যগ্রন্থ ‘ এসেছিলে রংধনু হাতে।’ অনেক পাঠকের উৎসাহে আরেকটি প্রয়াস এবার, নতুন আঙ্গিকে নতুন মাত্রায়। এবারের লেখাগুলো পরপাশের মানুষের স্বপ্ন ও গল্পকথা নিয়ে, কবিতায় এসেছে ভিন্নতর জীবনদর্শন, প্রেম, নিসর্গ, নষ্টালজিয়া-সহজ প্রকাশে। কৃতজ্ঞায় স্মরণ করছি আমার সহধর্মিনী হুমায়রা আমিন লিরা ও কন্যাদয় নমেরা ও নুসায়বাকে যাদের উৎসাহ সমর্থনে এই পকাশনা সম্ভব হলো। জয় হোক ফাগুনের, জয় হোক জীবনের।