“জানা অজানা মহাকাশ” বইয়ের ভূমিকা থেকে লেখা:
মানুষ গ্রহ নামক এ পৃথিবীতে বসবাস করছে। পৃথিবী ব্যতীত সৌরজগতের রয়েছে আরাে গ্রহ-উপগ্রহ। আমাদের এই সৌরজগতের বাইরেও রয়েছে বিশাল বিশ্বব্রহ্মাণ্ড যার কোনাে সীমারেখা নেই। আর তাই এ মহাবিশ্ব সম্পর্কে মানুষের জানার আগ্রহ চিরদিনের । অতি প্রাচীন কাল থেকেই মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য জানার চেষ্টা করছে। এক্ষেত্রে বিজ্ঞানী বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। জ্যোতির্বিজ্ঞানীরা যতই চেষ্টা করছেন, করছেন গবেষণা, ততই নতুন নতুন তথ্য জানা সম্ভব হচ্ছে। তার সুবাদে সৌরজগৎ, গ্যালাক্সি, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, মিল্কিওয়ে ও মহাবিশ্বের অন্যান্য অজানা তথ্য সম্পর্কে মানুষ জানতে পারছে। আমাদের এ সৌরজগৎ ও মহাবিশ্ব সম্পর্কে নতুন প্রজন্মের জানা একান্ত আবশ্যক। মহাবিশ্বের বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করা হয়েছে এ গ্রন্থে। বিশেষ করে আমাদের এ সৌরজগৎ, মহাবিশ্ব, নক্ষত্র, চাঁদ, গ্যালাক্সি ইত্যাদি নানাবিধ বিষয়াদির বিজ্ঞানভিত্তিক আলােচনা করা হয়েছে। সমগ্র আলােচনায় বিজ্ঞানীদের মতামতকেই প্রাধান্য দেয়া হয়েছে।