ভূমিকা
জনসংখ্যার বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ও ক্রমবিকাশ, জীববৈচিত্র্যের সরলীকরণ, জীবাশ্ন জ্বালানির সীমায়ন, শক্তির সংকট, শীর্ষ মৃত্তিকার ক্ষয়, কীটনাশকের অপপ্রয়োগ, খাদ্য ও অন্যান্য ব্যবহাররোপগী সামগ্রীতে বিষাক্ত রাসায়নিক পদার্থের সংক্রামণ, পানীয় জলের ক্রমসংকোচন, পরিবেশ দূষণ প্রভৃতি কারণে গণচেতনা সৃষ্টির প্রয়াসে অধুনা পরিবেশ শিক্ষার প্রতি জনসাধারণের আগ্রহের সৃষ্টি হয়েছে। মুলত তাঁদের প্রতি লক্ষ্য রেখেই পুস্তকটি রচনা করা হয়েছে।