ভূমিকা
আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে মহাসাগর আর সাগর। আর এসব সাগরে কত না বিচিত্র প্রাণী বাস করে। তাদের সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? বিশেষ করে সাগরতলের কিম্ভুত প্রাণীদের সম্পর্কে খুব কম মানুষই জানে। সাগরতলে বাস করা অক্টোপাস, স্কুইড, কিংবা ঘোড়া মাছের কথা আমরা শুনেছি কিন্তু মাথায় টর্চলাইটের মতো আলো জ্বালিয়ে চলা মাছের কথা কি আমরা জানি? সাগরতলের রহস্যময় দানব কিংবা মৎস্যকন্যাদের সম্পর্কে অনেক কথা শোনা যায়। এ বইতে তাদের সম্পর্কে লেখা হয়েছে। লেখা হয়েছে বিরল প্রাণী ম্যানাটি, সাগর গাভী ডুগং, অদ্ভুত প্রাণী সিংরেহস আরও কত নাম না জানা প্রাণীদের কথা। এ বই পড়লে জানা যাবে কীভাবে সৃষ্টি হলো সাগর-মহাসাগর এবং সেখানে কী করে ঘটল প্রাণের উন্মেষ। শুধু সাগরতলের বিচিত্র প্রাণীদের নিয়ে এ রকম বই আর লেখা হয়নি। এ বই শিশু-কিশোরদের শুধু বিনোদিতই করবে না, তাদের জ্ঞানের ভাণ্ডারও বৃদ্ধি করে তুলবে।
সূচি
মহাসাগর যেভাবে সৃষ্টি হলো
মহাসাগরে প্রাণের সৃষ্টি
সাগরতলের ভয়ঙ্কর প্রাণী
সত্যি কি সাগর-দানব আছে?
মাছে বিচিত্র কাণ্ড-কারখানা
বিরল প্রাণী ম্যানাটি
অদ্ভুত প্রাণী স্টিংরে
তিমিঃ সাগরের দানব
বিচিত্র যত হাঙর
সাগরতলের প্রাণীদের বেঁচে থাকার যুদ্ধ
গভীর সমুদ্রে আলো জ্বালিয়ে চলে যে মাছ
দানব মাছ মাণ্টা রে
বিদ্যুৎ মাছ
অক্টোপাস
সাগর গাভী ডুগং
অদ্ভুত কাটল ফিশ
ঘোড়ামাছের ঘরোয়া কথা
বিষাক্ত জলবীব
সাগরতলের সখা
পানির খুদে ঘাতক
সাগরতলের মৎস্যকন্যা