আগামী দিনের বাংলাদেশ একুশ শতকের উন্নয়ন ভাবনা
নয়া শতাব্দী। নয়া সহস্রাব্দ। নয়া অঙ্গীকার। নয়া মানুষ। বিশ্বায়নের প্রশস্ত আঙিনায় তথ্যপ্রযুক্তির বিশাল অবদানের ফলে সম্ভাবনাময় যে নয়া অর্থনীতির আদল গড়ে উঠছে তাতে বাংলাদেশের অবস্থান কোথায়? আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত? চ্যালেঞ্জগুলোই বা কি?
উন্নয়ন ভাবনার নয়া ধারণা নিয়ে সেই চ্যালেঞ্জগুলোকে ভেঙে ভেঙে খুব কাছ থেকে দেখারই এক সাহসী প্রচেষ্টা করা হয়েছে বইতে।
উন্নয়নে শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ র জন অংশগ্রহণের মতো বিষয়গুলোর আলোকিত বিশ্লেষণ করার মধ্য দিয়ে বইটির মূল লক্ষ্য আশাবাদী এক ভরসার অর্থনীতি খুঁজে পারয়া।
মানুষে মানুষে সহমর্মিতা, সহযোগিতা এবং সহবিশ্বাস মিলে যে সামাজিক পুঁজি তাই এ বইয়ের মূল কথা। আগামী দিনের বাংলাদেশের শক্ত পাটাতন নির্মাণের অঙ্গীকারের সন্ধান মেলে এই বইয়ের প্রতিটি শব্দে। আশাবাদী প্রত্যয়ী মানুষ আতিউর রহমান স্বপ্ন দেখতে ভালবাসেন। ভালবাসেন সুস্থ সুন্দর মাথা উঁচু এক বাংলাদেশের ছবি আঁকতে। সমৃদ্ধ সাবলম্বী এক বাংলাদেশ সমুজ্জ্বল হয়ে ফুটে উঠেছে “আগামী দিনের বাংলাদেশ” এর নীল ক্যানভাসে।
লেখক: আতিউর রহমান
ড. আতিউর রহমান (জন্ম ১৯৫১) বাংলাদেশের খ্যতিমান অর্থনীতিবিদ। গবেষক: প্রচলিত উন্নয়ন ভাবনাকে চ্যালেঞ্জ করে তিনি সাধারণ মানুষের চোখ দিয়ে দেখে চলেছেন দেশের অর্থনীতি, সমজনীতির রাজনীতিকে। হালে পরিবেশ বিষয়টির যুক্ত হয়েছে তাঁর পর্যবেক্ষণ তালিকায়। বাংলা ভাষায় অর্থনীতি চর্চার ক্ষেত্রে তিনি একজন পথিকৃত। ১৯৮৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি প্রাপ্ত ড. আতিউর রহমান স্বদেশেকে বেছে নেন কর্মক্ষেত্র হিসাবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ড. রহমান এর উলে?খযোগ্য বই-ভাষা-আন্দোলন: আর্থসামাজিক পটভূমি (ইউপিএল, ২০০০); মুক্তিযুদ্ধের মানুষ মুক্তিযুদ্ধের স্বপ্ন (সাহিত্য প্রকাশ, ১৯৯৭); রবীন্দ্র-অমর্ত্য ভাবনা (ইউপিএল, ২০০০); কৃষি প্রশ্ন (ইউপিএল, ১৯৮৯); জনগণের বাজেট (পাঠক সমাবেশ, ২০০০); আগামী দিনের বাংলাদেশ (পাঠক সমাবেশ, ২০০১); আরেক বাংলাদেশ (প্রাচ্য বিদ্যা, ১৯৯৮); সুশাসনের সন্ধানে (অন্যপ্রকাশ, ২০০৩) আলো আঁধারের বাংলাদেশ (মারলা ব্রাদার্স, ২০০৩) মুক্তিযুদ্ধ জনযুদ্ধ (সাহিত্য প্রকাশ, ২০০৩) এবং Peasants and Classess (ZED Books, London, 1986, Education for Development (iCES, Singapore, 2002).