জনগণের বাজেট অংশগ্রহণমূলক পরিপ্রেক্ষিত
বাজেটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত গ্রহণ করা সম্ভব হলে উন্নয়ন প্রক্রিয়াতে সাধারণ মানুষ স্বাভাবিক নিয়মে মূলধারায় চলে আসবেন। সেই আশাবাদের কথাই উঠে এসেছে এই বইতে। তবে এই আশাবাদকে বাস্তবে রূপায়ণ করতে চাইলে বেশ কিছু মানুষকে সংগঠিতভাবে উদ্যোগী হতে হবে। সংগঠিত মানুষই কেবল পারে রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রাপ্য হিস্যা চাইতে। তারাই আসলে সক্রিয় জনগোষ্ঠী বলে তাদের পক্ষেই সম্ভব সৃজনশীল ভূমিকা রাখা।
যুক্তি র ইতিবাচক অভিজ্ঞতার আলোকে সাধারণ মানুষের মতামত নিয়ে দেশেরর অঞ্চলের বাজেট তথা সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, রূপায়ণ র অবলোকনের লক্ষ্যে জনমত গড়ার জন্য নানাভাবে বিভিন্ন সময়ে বাজেটকে ঘিরে আলোচনা কথাবলার লেখালেখির মাধ্যমে একটি নতুন ধারার চিন্তা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এই বইতে।
লেখক: আতিউর রহমান
ড. আতিউর রহমান (জন্ম ১৯৫১) বাংলাদেশের খ্যতিমান অর্থনীতিবিদ। গবেষক: প্রচলিত উন্নয়ন ভাবনাকে চ্যালেঞ্জ করে তিনি সাধারণ মানুষের চোখ দিয়ে দেখে চলেছেন দেশের অর্থনীতি, সমজনীতির রাজনীতিকে। হালে পরিবেশ বিষয়টির যুক্ত হয়েছে তাঁর পর্যবেক্ষণ তালিকায়। বাংলা ভাষায় অর্থনীতি চর্চার ক্ষেত্রে তিনি একজন পথিকৃত। ১৯৮৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি প্রাপ্ত ড. আতিউর রহমান স্বদেশেকে বেছে নেন কর্মক্ষেত্র হিসাবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ড. রহমান এর উলে?খযোগ্য বই-ভাষা-আন্দোলন: আর্থসামাজিক পটভূমি (ইউপিএল, ২০০০); মুক্তিযুদ্ধের মানুষ মুক্তিযুদ্ধের স্বপ্ন (সাহিত্য প্রকাশ, ১৯৯৭); রবীন্দ্র-অমর্ত্য ভাবনা (ইউপিএল, ২০০০); কৃষি প্রশ্ন (ইউপিএল, ১৯৮৯); জনগণের বাজেট (পাঠক সমাবেশ, ২০০০); আগামী দিনের বাংলাদেশ (পাঠক সমাবেশ, ২০০১); আরেক বাংলাদেশ (প্রাচ্য বিদ্যা, ১৯৯৮); সুশাসনের সন্ধানে (অন্যপ্রকাশ, ২০০৩) আলো আঁধারের বাংলাদেশ (মারলা ব্রাদার্স, ২০০৩) মুক্তিযুদ্ধ জনযুদ্ধ (সাহিত্য প্রকাশ, ২০০৩) এবং Peasants and Classess (ZED Books, London, 1986, Education for Development (iCES, Singapore, 2002).