”কথা পরম্পরাঃ গৃহীত এবং ভাষান্তরিত সাক্ষাৎকার”
কথা পরম্পরায় মানুষের ভাবনাজগৎ খুঁড়ে দেখার আনুষ্ঠানিক নাম সাক্ষাৎকার। সাক্ষাৎকার হয়ে উঠতে পারে একটি সৃজনশীল প্রক্রিয়া, ইতিহাসের মূল্যবান দলিল। তবে সে সাক্ষাৎকার হওয়া চাই গভীর অনুসন্ধানী, মেধাবী। নেহাত কৌতূহলহীন, খেলো, নিষ্পৃহ প্রশ্নউত্তর পর্ব মাত্র নয়, যথার্থ সাক্ষাৎকার একটি যৌথ অভিযান, দুজন মানুষের সৃষ্ট শিল্প। এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে তেমনি কিছু মেধাবী সাক্ষাৎকার। স্বদেশ এবং বিদেশের সাহিত্য, চিত্রকলা, নাটক, চলচ্চিত্র, বিজ্ঞান এবং রাজনীতি বরেণ্য মানুষদের এই সাক্ষাৎকারসমূহ আমাদের আলোকিত করতে পারে নানা মাত্রায়।
সূচিপত্র : গৃহীত সাক্ষাৎকার : এস. এম. সুলতান, হাসান আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, আলেকজা-ার স্টীলমার্ক;
ভাষান্তরিত সাক্ষাৎকার : হেনরিক ইবসেন, সিগমুন্ড ফ্রয়েড, পাবলো পিকাসো, মিলান কু-েরা, আন্দ্রেই তারকোভস্কি, ফিদেল ক্যাস্ট্রো।