ভূমিকা
বড়দের জন্য অনেক জোকসের বই লেখা হয়েছে। কিন্তু ছোটদের জন্য জোকসের বই নেই বললেই চলে। দু’একটি যাওবা লেখা হয়েছে তার মধ্যে বড়দের উপযোগী জোকসের সংখ্যাই বেশি। ফলে ওসব বই পড়ে শিশু-কিশোররা মজা পাওয়া দূরে থাক, অস্বস্তি অনুভব করে বেশি। কিন্তু ’হাসতে চাইলে বইটি পড়ো’ আক্ষিরিক অর্থেই শিশু-কিশোরদের উপযোগী করে লেখা চমৎকার একটি জোকসের বই। এ বইতে নানান হাসির আয়োজন রয়েছে। কিছু আছে দম ফাটানো হাসির জোকস, কিছু জোকস পড়লে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় আবার কোন কোন জোকস জোগায় মুচকি হাসির খোরাক। বিচিত্র এবং মজার সব বিষয় নিয়ে বলা হয়েছে জোকসগুলো। এ বইয়ের বেশির ভাগ জোকস সংকলিত, কিছু মজার জোকস দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আমার অনুজপ্রতীম দুই লেখক-সাংবাদিক আহমেদ রিয়াজ এবং রকিবুল হক রকি। তাদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা। রকির আঁকা ছবিগুলো বইটিকে দিয়েছে ভিন্নমাত্র। আমি যদ্দুর জানি ছোটদের জন্য ছোটদের জন্য এরকম সচিত্র জোকসের বই আমাদের দেশে আর কেউ করেনি। তবে যাদের জন্য এ সম্ভার, তাদের উপহারটি ভালো লাগলেই আমার পরিশ্রম স্বার্থক হবে।