হাসতে চাইলে বইটি পড়ো

৳ 120.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ভূমিকা
বড়দের জন্য অনেক জোকসের বই লেখা হয়েছে। কিন্তু ছোটদের জন্য জোকসের বই নেই বললেই চলে। দু’একটি যাওবা লেখা হয়েছে তার মধ্যে বড়দের উপযোগী জোকসের সংখ্যাই বেশি। ফলে ওসব বই পড়ে শিশু-কিশোররা মজা পাওয়া দূরে থাক, অস্বস্তি অনুভব করে বেশি। কিন্তু ’হাসতে চাইলে বইটি পড়ো’ আক্ষিরিক অর্থেই শিশু-কিশোরদের উপযোগী করে লেখা চমৎকার একটি জোকসের বই। এ বইতে নানান হাসির আয়োজন রয়েছে। ‍কিছু আছে দম ফাটানো হাসির জোকস, কিছু জোকস পড়লে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় আবার কোন কোন জোকস জোগায় মুচকি হাসির খোরাক। বিচিত্র এবং মজার সব বিষয় নিয়ে বলা হয়েছে জোকসগুলো। এ বইয়ের বেশির ভাগ জোকস সংকলিত, কিছু মজার জোকস দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আমার অনুজপ্রতীম দুই লেখক-সাংবাদিক আহমেদ রিয়াজ এবং রকিবুল হক রকি। তাদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা। রকির আঁকা ছবিগুলো বইটিকে দিয়েছে ভিন্নমাত্র। আমি যদ্দুর জানি ছোটদের জন্য ছোটদের জন্য এরকম সচিত্র জোকসের বই আমাদের দেশে আর কেউ করেনি। তবে যাদের জন্য এ সম্ভার, তাদের উপহারটি ভালো লাগলেই আমার পরিশ্রম স্বার্থক হবে।

পাঠকনন্দিত অনুবাদক অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে এই কৃতি লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলোতে অনুবাদক হিসেবে কাজ করতে শুরু করেন, এবং ফিচার, গল্প ও উপন্যাস অনুবাদ করতে থাকেন। অনীশ দাস অপু এর বইগুলো সাধারণত থ্রিলার ও হরর ধাঁচেরই হয়ে থাকে। তবে ক্লাসিক ও সায়েন্স ফিকশনেও অনুবাদেও পিছিয়ে নেই তিনি। অনীশ দাস অপু এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো থিংক অ্যান্ড গ্রো রিচ, আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর (সিডনি শেলডন), দ্য স্কাই ইজ ফলিং (সিডনি শেলডন), সিলেক্টেড মিস্ট্রি স্টোরিজ (আলফ্রেড হিচকক), শ্যাডো অফ দ্য ওয়্যারউলফ (গাই এন স্মিথ), ইলেভেন মিনিটস (পাওলো কোয়েলহো), প্রেত, শাঁখিনী, কিংবদন্তীর প্রেত, আয়নাপিশাচ, পিশাচবাড়ি ইত্যাদি। এ পর্যন্ত তাঁর অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় চার শতাধিক। অনীশ দাস অপু এর বই সমগ্র বাংলাদেশের থ্রিলার ও হরর পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে পাশ্চাত্য ধারার হরর গল্প ও উপন্যাস লেখার ক্ষেত্রে তিনি যোগ করেছেন এক নতুন মাত্রা, পেয়েছেন তুমুল পাঠকপ্রিয়তা। নিজের মূল পেশা হিসেবে লেখালেখি বেছে নিলেও অনীশ দাস অপু যুক্ত আছেন সাংবাদিকতার সাথেও। ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার সিনিয়র সাব-এডিটর হিসেবে কাজ করেছেন এই কৃতি অনুবাদক ও লেখক।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ