‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’ বইয়ের কথাঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন অনুকরণ করে, বঙ্গবন্ধুকে আদর্শ বলে মনে করে পৃথিবীর অনেক নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম করে চলছেন। তাদরে কাছে একটি আদর্শের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ মুজিবকে যদি কেউ মনে করেন তিনি শুধু শেখ হাসিনাও শেখ রেহানার পিতা, এটা ভুল। যদি আওয়ামী লীগ মনে করে তিনি তাদের নেতা তাদেরই সম্পদ এটাও ভুল। বঙ্গবন্ধু আজ বাংলার প্রতিটি মানুষের হৃদয়ের ধন। যেখানে বাংলা ভাষা আছে, বাঙালির বসবাস আছে, সেখানে তাকে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই।
বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন গ্রন্থটিতে বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন শওকত ওসমান , কবীর চৌধুরী , সরদার ফজলুল করিম , আনিসুজ্জামান, আবদুল গাফফার চৌধুরী, তোফায়েল আহমেদ, বিচারপতি কে এম সোহবান, আ আ স ম আরেফিন সিদ্দিক , শাহরিয়ার কবির, শামসুজ্জামান খানসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী দেশের শীর্ষস্থানীয় সুদ্ধিজীবীগণ। বঙ্গবন্ধুর বহু বিকরিত জীবনের প্রায় সবগুলো রশ্মিই কমবেশি এ গ্রন্থের বিভিন্ন লেখায় উঠে এসেছে। বঙ্গবন্ধুকে জানতে, বুঝতে এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হতে এই গ্রন্থটি পাঠককে উদ্বুদ্ধ করবে বলে আামদের বিশ্বাস।