ফ্ল্যাপে লিখা কথা
রূপকথা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিশুসাহিত্যে তো বটেই। দেশ-বিদেশে কতরকম রূপকথাই না আছে! রূপকথা দিয়ে বানানো গল্প শুনে গুনে শিশুরা ঘুমিয়ে পড়ে। তারাভরা রাত জেগে থাকে রূপকথার দেশে। চাঁদেরও ইচ্ছে করে গল্পদাদুর আড্ডায় আসর জমাতে। আর আসর জমানোর মতো্ই আটটি রূপকথার গল্প নিয়ে লেখকের বই ‘সত্য বলা পাখি’। বন্ধুরা পড়ে দেখ একবার!