সারা জীবন অসংখ্য চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ, অসংখ্য চিঠির জবাব দিয়েছেন। এ বইয়ে ভূঁইয়া ইকবাল তাঁর কিছু চিঠি ও তাঁকে লেখা কিছু চিঠি সম্পাদকীয় মন্তব্যসহ সঙ্কলন করেছেন। এগুলো আগে কোথাও প্রকাশিত বা কোনো বইয়ে সঙ্কলিত হয়নি। প্রাপকদের মধ্যে আছেন সত্যেন বোসের মতো বিখ্যাত বিজ্ঞানী। বুদ্ধদেব বসুকে একটি চিঠি পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু সচিবের বেনামীতে।
ভূঁইয়া ইকবাল
জন্ম ১৯৪৬-এ ভোলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি.এ. (সম্মান) এবং এম.এ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি.। ১৯৭৩-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, এখন অধ্যাপক।
প্রকাশিত গ্রন্থ : ‘আবুল কালাম শামসুদ্দীন’, ‘আনোয়ার পাশা’, ‘বুদ্ধদেব বসু’, ‘শশাঙ্কমোহন সেন’, ‘স্যার আজিজুল হক’, ‘রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র’, ‘বাংলাদেশের উপন্যাসে সমাজচিত্র’, ‘বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা’ এবং ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’।
সম্পাদনা করেছেন : ‘মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘নির্বাচিত রচনা : আবদুল করিম সাহিত্যবিশারদ’, ‘নির্জনতা থেকে জনারণ্যে শামসুর রাহমান’, ‘আনিসুজ্জামান সংবর্ধনা স্মারক’, ‘সমাজ ও সংস্কৃতি’, ‘আজীজ-উল হক স্মারকগ্রন্থ’ এবং ”Selections from The Mussalman’। ১৯৭৬-এ লাভ করেন বাংলাদেশ লেখক শিবিরের হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার।