ফ্ল্যাপে লিখা কথা
রাজযোগে অতীন্দ্রিয় কক্ষমতা লাভ করা পূর্বে যেমন সক্ষম হয়েছে এখনকার দিনেও সেই ক্ষমতা কঠোর সাধনা দ্বারা লাভ করা অসম্ভব নয় । প্রায় অপাংতেয় যুবক ধ্রুব বংশের ধারাবাহিকতায় কিছু অলৌকিক ক্ষমতা লাভ করে। বদলে যায় তার জীবন এবং সেই সাথে কিছু কষ্টসহিষ্ণু নারীরও । এদেশের বঞ্চিত ও জনম-দুঃখি তরুণ তরুণী নিজেদের ভূমিকা রাখবে তারই সাত কাহন নিয়ে এই ব্যতিক্রমী ঘরানার উপন্যাস ধ্রুব সন্নাসী। এমন সৃষ্টি সহজে হয় না।