প্রাচীন সভ্যতা সিরিজের এই ষষ্ঠ বইটি হিব্র“ ও প্রাচীন ইউরোপ নিয়ে লেখা। প্রাচীন যুগে আরবভূমিতে হিব্র“ জাতি এক ভিন্ন ধরনের সভ্যতা গড়ে তুলেছিল। হিব্র“দের ভেতর থেকেই ভবিষ্যতে খ্রিষ্টধর্মের আবির্ভাবের ভিত্তি তৈরি হয়ে যায়। ইউরোপে ব্যাপকভাবে সভ্যতার বিকাশ ঘটেছিল মধ্যযুগে। প্রাচীন বিশ্বে গ্রিস আর রোম ছাড়া ইউরোপের অন্য কোথাও নগর-সভ্যতার বিকাশ ঘটেনি। তবে গ্রিসে সভ্যতা গড়ে তোলার পটভূমি হিসেবে ইজিয়ান সাগরের ক্রিট দ্বীপ এবং দক্ষিণ গ্রিসের মাইসেনিয়াতে নগর-সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। হিব্র“ সংস্কৃতি আর প্রাচীন ইউরোপে ইজিয়ান অঞ্চলের সভ্যতার কথা বলা হয়েছে এ বইতে। বেশ কিছু রঙিন ছবি বইটিকে আরও আকর্ষণীয় করেছে।