ফ্ল্যাপে লিখা কথা
কবিতা থেকে আমাদের যে প্রাপ্তি, এর সূচনা কিন্তু সেই ছেলেবেলাতেই , সোই যে আমরা মায়ের কোলে শুয়ে ঘুমপাড়ানি গান শুনতাম, ‘ঘুমপাড়ানি মাসিপিসি মোদের যেয়ো’ কিংবা ‘খোকা ঘুমালো পাড়া জুড়োল বর্গি এলো দেশে.’ গান বলি বটে, কিন্তু সেও তো আসলে কবিতাই। দলবৃত্ত ছন্দের গেয়ে শোনাতেন আর তারই মায়াজালে জড়িয়ে গিয়ে শান্ত হয়ে , মুগ্ধ হয়ে, আমরা ঘুমিয়ে পড়তাম।
সেই জালে যাতে আরও ভালো ভাবে জড়িয়ে যাই আমরা , কবিতাকে আরও আপন জেনে, আমাদের গোটা জীবনের সঙ্গী হিসেবে, বন্দু হিসেবে ভালোবাসতে।
‘ছোটদের একশ কবিতা’ সংকলনে এমন কিছু কবিতা রাখা হয়েছে যা বর্তমান শিশু-কিশোর প্রজন্মের কাছে অপরিচিত। এমন সব কবিতা যা একসময় পাঠ্য হিসেবে অর্ন্তভুক্ত ছিল। ছোটদের পাঠ ও আবৃত্তি-উপযোগী একদা-বহুপঠিত অথচ বর্তমানে বিস্মৃতপ্রায় কবিতা আমার ব্যক্তিগত দূর্বলতা এবং সেই সব কবিতার পাঠ উপযোগীতা বিবেচনা করে বর্তমানের ক্ষুদে আবৃত্তিকারদের জন্য অর্ন্তভুক্ত করলাম।