উল্টোগাছের গল্প

৳ 100.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789848857519
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৮০
সংস্কার 5th Edition, 2012
দেশ বাংলাদেশ

ভূমিকা
বৃষণ চন্দর । একটি বিশেষ নাম। স্বনাম ও সুনামধন্য বিশিষ্ট সাহিত্যিক । তিনি জীবনকে নানাভাবে দেখেন, বিশ্লেষণ করে, চিত্রায়ন করে দুর্লভ আনন্দলোক নির্মাণ করেছেন। সৎ বলিষ্ঠ চিন্তাধারার প্রকাশে পারদর্শী বিশিষ্ট সাহিত্যশিল্পী বৃষণ চন্দর ১৯৭৭ সালে পরলোকগমন করেন। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ইংরেজী, হিন্দি, উর্দু ভাষায় লিখেছেন তিনি।

উচ্চশিক্ষিত, বহু ভাষাবিদ কৃষণ চন্দরের নানা জাতীয় গ্রন্থ-বিশেষ করে কাহিনী তথা আখ্যান পুস্তক দেশে বিদেশে প্রচুর সমাদর পেয়েছে। তাঁর ভাষা সহজ, সাবলীল। বক্তব্য বলিষ্ঠ ও হৃদয়-সংবেদী, বাস্তবঘনিষ্ঠ। পাঠকচিত্ত মনোরঞ্জনের সচেষ্ট প্রয়াস তাঁর রচনাশৈলীতে নেই। পরিবেশণ কুশলতা, বিশেষ করে বাস্তব জীবন ও জগতের চিত্র বর্ণনায় তিনি স্বচ্ছন্দ্, অনায়াস-গতি।

বাংলা ভাষায় তাঁর বেশকিছু বই অনূদিত হয়েছে, সমাদৃত হয়েছ। তার প্রমাণ-তাঁর সব গ্রন্থেরেই বহু সংস্করণকৃত প্রকাশন। এ গ্রন্থের মূল ভাষা উর্দু। ‘মুক্তধারা’ একটি বিখ্যাত ,স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান। ‘মুক্তধারা’র স্রষ্টা শ্রীযুক্ত চিত্তরঞ্জন সাহার আকস্মিক প্রয়াণে আমরা মর্মাহত, শোকাভিভূত। তাঁর সহধর্মিণী ও সহকর্মিণী শ্রীমতী বিজলী প্রভা সাহা, ঘনিষ্ঠ আত্নীয়স্বজন, অনুরক্ত সহকর্মীদের আন্তরিক পরিশ্রমে মুক্তধারার গতি অব্যাহত রইবে, এ বিশ্বাস আমাদের আছে। আমরা এই কল্যণধর্মী প্রকাশনা সংস্থার অগ্রগতি ও সার্বিক সাফল্য কামনা করি। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকলের সম্মিলিত প্রয়াসে মুক্তধারা গতিমান থাকবে, এ বিশ্বাস আছে। আত্নীয়তুল্য সকল কর্মী ও শুভানুধ্যায়ীকে আন্তরিকব প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

‘উর্দু’ থেকে ভাষান্তরিত ‘উল্টো গাছের গল্প’ এর ৪র্থ সংস্করণ প্রকাশের সময় সংশ্লিষ্ট সকলকে আবার শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
আনোয়ারা বেগম
আজিমপুর, ঢাকা।

উর্দু সাহিত্যের অমর কথা শিল্পী কৃষণ চন্দর। উর্দু গল্পকে এক নতুন দিক দেখাতে কৃষণ চন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রগতিশীল লেখক আন্দোলনের সবচেয়ে বড় অবদান কৃষণ চন্দর। ১৯৩৮ সালে কলকাতায় প্রগতিশীল লেখক সংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়, কৃষণ চন্দর তাতে অংশ নেন। তাঁকে সেই সম্মেলনে প্রগতিশীল লেখক সংঘ পাঞ্জাব শাখার সম্পাদক মনােনীত করা হয়। শিক্ষকতা করার সময় তিনি সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েন। এ সময় তিনি ভগত সিং এর দলে যােগ দেন। এ জন্য তাঁকে গ্রেফতার করা হয় এবং দু’মাস জেল খাটেন। কৃষণ চন্দর তার ৬৩ বছরের জীবনের ৪০ বছর উর্দু সাহিত্যের উন্নয়নে উৎসর্গ করেছিলেন। তিনি অবিচ্ছিন্নভাবে লিখেছেন গল্প, উপন্যাস নাটক, চিত্ৰকাহিনী, চিত্রনাট্য ও শিশু সাহিত্য। লিখেছেন পাঁচ হাজারের অধিক উর্দু ছােট গল্প । এ ছাড়া লিখেছেন ৮টি উপন্যাস। বিভিন্ন বিষয়ে ত্রিশটি গ্রন্থ এবং তিনটি রিপাের্টাজ। কৃষণ চন্দর ছিলেন খুবই উদার দৃষ্টিভঙ্গির মানুষ। তিনি ধর্মীয় রাজনৈতিক বা সামাজিক সমস্ত সংকীর্ণ দৃষ্টি থেকে মুক্ত ছিলেন। সাম্রাজ্যবাদ ও ধর্মীয় গােড়ামীর তিনি সারাজীবন বিরােধিতা করেছেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ