শীতকালের অন্ধকার রাত। রাস্তায় জনমানব নেই। অনেক রাস্তায় আলো-আঁধারের রহস্যময় লুকোচুরি খেলা। চারদিক নিথর নিস্তব্ধ। নিজের পায়ের শব্দ ছাড়া অন্য কোনো শব্দই শুনতে পাচ্ছিলাম না। রাত তখন প্রায় তিনটে বাজে। নির্জন রাস্তায় একা যেতে যেতে আমার পা ছমছম করতে লাগল। এখান থেকে কিছুটা দূরে দুটো রাস্তা যেখানে পরস্পরকে অতিক্রম করেছে, সেখানে এসে পড়লাম। দেখলাম দশ-এগারো বছরের একটা বাচ্চা মেয়ে ছুটতে ছুটতে আসছে। অন্যদিকে থেকে খাটোমতো একটা অদ্ভূত মূর্তি দ্রুতপায়ে এগিয়ে আসছে মেয়েটির দিকে। দুজনের মধ্যে ধাক্কা লাগল। ধাক্কা সামলাতে না পেরে বাচ্চা মেয়েটা ছিটকে রাস্তায় পড়ে গেল। তারপর যা ঘটল তা তুমি বিশ্বাস করতে পারবে না। কোথায় লোকটা বাচ্চা মেয়েটিকে তুলবে, তা না সে একটা হিংস্র জন্তুর মতো মেয়েটিকে নিষ্ঠুরভাবে মাড়িয়ে এগিয়ে গেল। বাচ্চাটা ভয়ে, যন্ত্রণায় চিৎকার করতে লাগল। আমি মেয়েটিকে সাহায্য করার জন্য ছুটে গেলাম…… বিশ্ববিখ্যাত লেখক রবার্ট লুই স্টিভেনশনের অসাধারণ এক কাহিনী যা পাঠককে নিয়ে যাবে রহস্য ও গা ছমছমে অকল্পনীয় এক জগতে।