রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়ি, লালন সাঁইয়ের ছেঁউড়িয়া, কাঙাল হরিনাথ মজুমদারের কুণ্ডুপাড়া, মীর মশাররফের লাহিনীপাড়া, অগ্নিযুগের বিপ্লবী বাঘা যতীন ও ঔপন্যাসিক আকবর হোসেনের কয়া, অক্ষয়কুমার মৈত্রেয় ও গীতিকার মাসুদ করিমের দুর্গাপুর, কথাসাহিত্যিক জলধর সেনের তেবাড়িয়া, আড়পাড়ার গগন হরকরা, কথাশিল্পী জগদীশ গুপ্তের আমলাপাড়া, কৃষক-প্রজা পার্টির নেতা শামসুদ্দীন আহমদের সুলতানপুরÑএই হলো গড়াই নদীর পাড়। গ্রামগুলোর অধিকাংশই কম-বেশি তারকাখ্যাতিতে সমুজ্জ্বল। অথচ এসব বিখ্যাতজনের অনেকেই জাতীয় পর্যায়ে এমনকি নিজ-এলাকাতেই অবহেলিত ও অমূল্যায়িত হয়ে বিস্মৃতির পথে। গড়াই নদীর পাড় আজ যেন এক বেদনাকাব্য। কিন্তু শিকড় ভুলে গেলে অস্তিত্ব থাকে কোথায়? তাই শিকড়ে ফেরার ব্যাকুল আর্তি। রকিবুল হাসান তাঁদের জীবন্তরূপে তুলে ধরেছেন সফলভাবে।