ছুটবে খোকাখুকি

৳ 140.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
কীভাবে ছড়া শব্দটির জন্ম হলো
এক ছিল ‘ছ’। একা একা বহুদিন ছিল। কিন্তু আর কাহাতক! তাই ‘ছ’ চলে যায় ছাগলে,ছাতায়, ছালায়, ছলাকলায়। ছোটাছুটি করতে করতে একদিন হঠাৎ ‘ড়’ এর সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেল। ছ-ড় দুজনে হাত বাড়ালো উভয়ের দিকে। খেয়াল করেন ছ><ড়। হাত মিলাতে চায় চায় ভাব তাই না/ তো ছয় দিন ছয় রাত ছড়াছড়ি জড়াজড়ি করে শুয়ে থাকে, বসে থাকে, গড়াতে থাকে। রাতে দিনে বাড়ে সমানে সমানে। যে-ই দেখে সে ই অবাক হয়। সারাক্ষণ ছুটোছুটি করতে হয়তো বা ছ আর ড় এর ভালো লাগে । কিন্তু অন্যদের ভালো লাগে না। তাই তারা করলো কি, ছ আর ড় এর শেষে একটা সুপারি গাছ দাঁড় করিয়ে দিল । কী হলো? ছ ড় এর কাজ তো ঐ গাছে উঠা আর নামা, নামে উঠে।

জড়াজড়ি,ছড়াছড়ি, নাড়ানাড়ি, পাড়াপাড়ি, কাড়াকাড়ি, চড়াছড়ি, একেবারে যাকে বলে হুলুস্থুল কারবার। ছ আর ড় এর ঠেলায় গাছ গেল মরে। ওরাশোকে স্তব্ধ হয়ে গেল। কয়েকদিন শোক প্রকাশ করলো। তারপর সুপারি গাছকে অমরত্ব দান করার জন্য ওদের সাথে একাত্ন করে নেয়ার কায়দা করে মহা উল্লাসে ইতিহাসে স্থান করে নিল। কীভাবে? এখানে এভাবে ছ+ড় সুপারি গাছের আকার=ছড়া। এরপর থেকেই ছড়া অর্থ যা ছড়িয়ে থাকে বা ছড়িয়ে যায়। গড়িয়ে যায়, নাড়িয়ে যায় বা করিয়ে টরিয়ে যায় আর কি!
প্রিয় পাঠক, ছড়াগুলো পাঠ করলে যদি ওরকম ভাব মনের মধ্যে ছড়াছড়ি করে তবেই আমার পরিশ্রম সার্থক। আর যদি না হয়? সেটা কি আর বলতে হয়?

Alam Talukder, জন্ম ১লা জানুয়ারি ১৯৫৬, টাঙ্গাইলে। শিশুসাহিত্যের প্রায় সব শাখায় তাঁর স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত বিচরণ। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা আশি ছাড়িয়েছে। শুধু শিশুসাহিত্য নয়, রম্যসাহিত্যেও তাঁর মুন্সিয়ানা লক্ষ করা যায়। চাঁদের কাছে জোনাকি ছড়ার বইয়ের জন্য ২০০০ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পালক অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পুরস্কার, কাদির নওয়াজ পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, পদক্ষেপ সাহিত্য পুরস্কার, সাহস পুরস্কার, স্বাধীনতা সংসদ পুরস্কার, পশ্চিমবঙ্গের চোখ সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৭১ সালে তিনি সম্মুখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ আমার অহংকার নামে একটি বইও তিনি রচনা করেছেন। আলম তালুকদার দেশের বিভিন্ন পাঠাগারের আজীবন সদস্য। বাংলা একাডেমীর জীবন সদস্য। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। তাঁর একটা মাত্র গিন্নি এবং একটা মাত্র নাতনি। তিনি তিন সন্তানের জনক। তাঁর প্রিয় ছড়ার লাইন- ‘শব্দ ছাড়া হয় না কিছু শব্দ হলো গুণ শব্দে জাগায় ভালোবাসা শব্দ করে খুন’


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ